ভারতে নকিয়া ফোন তৈরি করবে ডিক্সন টেকনোলজিস

বণিক বার্তা ডেস্ক

ডিক্সন টেকনোলজিস নামে একটি প্রতিষ্ঠান ভারতে নকিয়া ব্র্যান্ডের ফোন তৈরি করবে। নিয়ে নকিয়ার ব্র্যান্ড নাম প্রযুক্তি ব্যবহার করে ডিভাইস নির্মাতা ফিনল্যান্ডভিত্তিক এইচএমডি গ্লোবালের সঙ্গে প্রতিষ্ঠানটির একটি অংশীদারিত্ব চুক্তি হয়েছে। খবর ইটি টেলিকম।

ভারতভিত্তিক ডিক্সন টেকনোলজিসের পক্ষ থেকে এক রেগুলেটরি ফাইলিংয়ে বলা হয়, তারা নিজেদের সাবসিডিয়ারি প্যাজেট ইলেকট্রনিকসের মাধ্যমে নকিয়া ব্র্যান্ডের ফোন উৎপাদনের কাজ করবে। ভারতে উৎপাদিত ফোন দিয়ে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্য বাজারগুলোয় রফতানির পরিকল্পনা রয়েছে।

বিষয়ে ডিক্সন টেকনোলজিসের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক অতুল বি. লাল বলেন, আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি নকিয়ার ফোন উৎপাদনের জন্য এইচএমডি গ্লোবালের সঙ্গে আমাদের একটি অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন হয়েছে। ডিভাইস বাজারের এক সময়ের আইকনিক ব্র্যান্ড নকিয়া। আমরা আশা করছি, অংশীদারিত্ব চুক্তির আওতায় আমরা নকিয়া ব্র্যান্ডের দারুণ কিছু ডিভাইস উপহার দিতে এবং নকিয়ার হারানো সুনাম ফেরাতে সক্ষম হব।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন