মার্জিন ঋণের প্রভাবে সূচকে বড় পতন

নিজস্ব প্রতিবেদক

দেশের পুঁজিবাজারে গতকাল সূচকে বড় ধরনের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৬৩ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স কমেছে দশমিক ৭৭ শতাংশ।

সম্প্রতি শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য মার্জিন ঋণে সুদের হার সর্বোচ্চ ১২ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কমিশনের নির্দেশনা অনুযায়ী, স্টক ব্রোকার মার্চেন্ট ব্যাংকার (পোর্টফোলিও ম্যানেজার) প্রদত্ত মার্জিন ঋণ প্রদানের বিপরীতে গ্রাহকের কাছ থেকে কস্ট অব ফান্ডের পাশাপাশি অতিরিক্ত সর্বোচ্চ শতাংশ স্প্রেড আদায় করতে পারবে, কিন্তু কোনোমতেই তা ১২ শতাংশের বেশি হবে না। নির্দেশনা আগামী মাস থেকে কার্যকর হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সীমা বেঁধে দেয়ার কারণে মার্জিন ঋণের প্রবাহ আগের চেয়ে কমে গেছে। ফলে বিনিয়োগকারীরা এখন নিজেদের পুঁজির বাইরে কম বিনিয়োগ করতে পারছেন। তাছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নেগেটিভ ইকুইটির বোঝা কমাতে শেয়ার বিক্রি করছেন। মূলত কারণেই নিম্নমুখিতা দেখা যাচ্ছে বাজারে। 

হাজার ৭৯০ পয়েন্ট নিয়ে গতকালের লেনদেন শুরু করেছিল ডিএসইএক্স। শেষ পর্যন্ত তা হাজার ৬৯৫ পয়েন্টে অবস্থান করছিল। অর্থাৎ গতকাল সূচকটি কমেছে ৯৫ পয়েন্ট বা দশমিক ৬৩ শতাংশ। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল প্রায় ১৮ পয়েন্ট বা দশমিক ৩৪ শতাংশ কমে দিনশেষে হাজার ২৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল হাজার ২৯৭ পয়েন্ট। ডিএসইর ব্লু চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ৩৯ পয়েন্ট বা দশমিক ৭৭ শতাংশ কমে গতকাল লেনদেন শেষে হাজার ১৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন যা ছিল হাজার ২০২ পয়েন্ট।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ২৭টির, কমেছে ২৫৫টির আর অপরিবর্তিত ছিল ৭৬টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে মোট লেনদেনের ১৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বিদ্যুৎ জ্বালানি খাত। ১৪ শতাংশ দখলে নিয়ে এরপর রয়েছে বিবিধ খাত। এছাড়া ১১ শতাংশ দখলে নিয়ে যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে টেলিযোগাযোগ ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাত।

দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে গতকাল প্রধান সূচক সিএসসিএক্স দিনের ব্যবধানে প্রায় ১৮০ পয়েন্ট কমে ১০ হাজার পয়েন্টে অবস্থান করছে, আগের দিন শেষে যা ছিল ১০ হাজার ১৮৮ পয়েন্ট। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২টির, কমেছে ১৭৯টির আর অপরিবর্তিত ছিল ৫০টির বাজারদর।

গতকাল ডিএসইতে টাকার অংকে লেনদেন কমলেও সিএসইতে তা বেড়েছে। ডিএসইতে গতকাল মোট হাজার ১২৫ কোটি ৪৫ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল হাজার ৫৮৫ কোটি ২২ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন