সাবসিডিয়ারির অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

৫৯৪ কোটি টাকা পাচ্ছে ইউনাইটেড পাওয়ার

নিজস্ব প্রতিবেদক

চলতি হিসাব বছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ৬০০ কোটি টাকার অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) সাবসিডিয়ারি কোম্পানি ইউনাইটেড এনার্জি লিমিটেড (ইউইএল) সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ঘোষণা দেয়া হয়। ইউইএলের ৯৯ শতাংশ শেয়ারের মালিক ইউনাইটেড পাওয়ার। হিসাবে অন্তর্বর্তী নগদ লভ্যাংশ হিসেবে ৫৯৪ কোটি টাকা পাবে তারা।

৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৫৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে ইউনাইটেড পাওয়ার। এর মধ্যে ১৪৫ শতাংশ নগদ বাকি ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ২৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৪ টাকা ৬২ পয়সা। ৩০ জুন প্রতিষ্ঠানটির সম্মিলিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৫৬ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৫৭ টাকা পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন