মহামারীর মধ্যেও ৪৫ কোটি ডলার অস্ত্র রফতানি চুক্তি তুর্কি কোম্পানির

বণিক বার্তা ডেস্ক

২০২০ সালে ৪৫ কোটি ডলারেরও বেশি মূল্যমানের প্রতিরক্ষা সামগ্রী রফতানির চুক্তি করেছে আসেলসান।  তুরস্কের প্রতিরক্ষা সামগ্রী প্রস্তুতকারক জায়ান্টটির শীর্ষ কর্মকর্তা সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেন।  খবর আনাদোলু।

ইন্ডেপেনডেন্ট ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেনস অ্যাসোসিয়েশন (মুসিয়াদ) কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে আসেলসানের প্রধান হালুক গরগান জানান, ২০১৭ সালে কোম্পানির আয় ছিল ১৪০ কোটি ডলার। গত বছর এর পরিমাণ দাঁড়ায় ২৩০ কোটি ডলার। এর মধ্যে রফতানি হয়েছে ৩৩ কোটি ১০ লাখ ডলার। মহামারী সত্ত্বেও ২০২০ সালে ৪৫ কোটি ডলারেরও বেশি অস্ত্র রফতানি চুক্তি স্বাক্ষর করেছে আসেলসান। 

ভবিষ্যৎ সম্ভাবনা মাথায় রেখে মোট আয়ের ৭ শতাংশ গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) বরাদ্দ করা হচ্ছে বলে জানান গরগান। মহামারীর সময়ে সিগন্যালিং সিস্টেম, স্মার্ট ট্রান্সপোর্টেশন ও হেলথ সিস্টেমস রফতানি করেছে তুরস্ক।  আমরা স্থানীয়ভাবে ভেন্টিলেটর তৈরি করছি। আমরা একটি এক্স-রে ডিভাইস নির্মাণেরও চেষ্টা চালাচ্ছি। এটি শিগগিরই বাজারে আসবে।

আসেলসানকে আরঅ্যান্ডডি ও প্রকৌশল কোম্পানি হিসেবে দাঁড় করাতে সর্বশক্তি ব্যয় করা হচ্ছে বলে জানান গরগান। বর্তমানে কোম্পানিটিতে ৯ হাজার কর্মী কাজ করছে। এর মধ্যে মহামারী চলাকালে ১ হাজার ৪৭৯ জন নতুন কর্মী নিয়োগ দেয়া হয়েছে। 

আসেলসান হচ্ছে তুরস্কের বৃহত্তম প্রতিরক্ষা সামগ্রী নির্মাতা কোম্পানি। এছাড়া বিশ্বের শীর্ষ ১০০ প্রতিরক্ষা সামগ্রী নির্মাতা কোম্পানির তালিকাতেও রয়েছে এটির নাম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন