চীন-নিউজিল্যান্ডের মুক্ত বাণিজ্য চুক্তি নবায়ন

বণিক বার্তা ডেস্ক

বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নবায়নে ঐকমত্যে পৌঁছেছে চীন নিউজিল্যান্ড। গতকাল উভয় বাণিজ্য অংশীদারের একটি বাণিজ্য চুক্তির ফলে চীনের বাজারে নিজেদের কমোডিটি রফতানি করার বিস্তৃত সুযোগ পাবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দ্বিপাক্ষিক চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন। ভার্চুয়াল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের পক্ষে স্বাক্ষর করেন দেশটির বাণিজ্যমন্ত্রী ড্যামিয়েন কনার। অন্যদিকে চীনের পক্ষে স্বাক্ষর করেন বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। চুক্তির ফলে চীনের বাজারে রফতানিতে নিউজিল্যান্ডের রফতানিকারকদের প্রতি বছর লাখো ডলার ব্যয় কমবে। চীনে নিউজিল্যান্ডের ২১৬ কোটি ডলারের কাঠ কাগজ রফতানির ৯৯ শতাংশই শুল্কমুক্ত সুবিধা পাবে। রয়টার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন