সর্বোচ্চ বেতন পাওয়া ব্যাংক সিইও জেমস গরম্যান

বণিক বার্তা ডেস্ক

বর্তমানে মার্কিন বৃহৎ ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি বেতন পাওয়া সিইও হলেন মরগ্যান স্ট্যানলির জেমস গরম্যান।  তিনি জেপি মরগ্যান চেজের সিইও জ্যামি ডিমনকে ছাড়িয়ে গেলেন।  খবর ব্লুমবার্গ।

২০২০ সালে বেতনভাতা ও অন্যান্য সুবিধা বাবদ গরম্যানকে ৩ কোটি ৩০ লাখ ডলার দিয়েছে মরগ্যান স্ট্যানলি ব্যাংক। যা ২০১৯ সালের তুলনায় ২২ শতাংশ বেশি।  

টানা তৃতীয় বছরের মতো রেকর্ড আয় করায় শীর্ষ কর্মকর্তার বেতন বাড়িয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।  ব্যাংকটির এক নথিতে দেখা গেছে, ১৫ লাখ ডলার মূল বেতনসহ ৭৮ লাখ ৮০ হাজার ডলার বোনাস পেয়েছেন গরম্যান। এছাড়া গত বছর প্রাপ্ত বেতন-ভাতার বড় অংশ ছিল দীর্ঘমেয়াদি বোনাসের ২ কোটি ৩৬ লাখ ডলার। 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক জেপি মরগ্যানের সিইও ডিমন বেতন ও বোনাস পেয়েছেন ৩ কোটি ১৫ লাখ ডলার। 

গরম্যানের নেতৃত্বাধীন মরগ্যান স্ট্যানলি আরেক বছরের মতো রেকর্ড আয় করেছে।  এর মধ্যে রয়েছে ওয়াল স্ট্রিটের কোনো ব্যাংক হিসেবে দুটি বড় চুক্তি সম্পন্ন করা। ওই চুক্তি দুটির ফলে মরগ্যান স্ট্যানলির বাজার মূল্য ১৩ হাজার কোটি ডলার বেড়েছে। 

ব্যয় সাশ্রয়ী পদক্ষেপের অংশ হিসেবে ২০১৯ সালে নিজের বেতন বোনাস কাটছাট করেছিলেন গরম্যান। যদিও সে বছর রেকর্ড আয় ও মুনাফা করেছিল ব্যাংকটি। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন