বেড়েছে শনাক্ত ১৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আগের দিন সংখ্যা ছিল ৪৭৩। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১৮ জন। গতকাল করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৬টি আরটি-পিসিআর ল্যাব, ২৮টি জিন-এক্সপার্ট ল্যাব ৫৬টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে ১৪ হাজার ৮২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ২৭ লাখ ৯৬ হাজার ৫৩১ এবং বেসরকারি ব্যবস্থাপনায় লাখ ৭৩ হাজার ৮৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় পাওয়া তথ্য বলছে, দেশে পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে লাখ ৩২ হাজার ৪০১ জন।

গতকালের নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার দশমিক শূন্য শতাংশ। পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুহার দশমিক ৫১ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন