রোহিঙ্গা সমাধানে সৌদির সহযোগিতা চাইলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার . শিরীন শারমিন চৌধুরী এমপির সঙ্গে গতকাল তার সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান। সাক্ষাত্কালে তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যবসা-বাণিজ্যের প্রসার, কভিডকালীন উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতি, অভিবাসন ইস্যু, সংসদীয় সম্পর্কের উন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপ প্রভৃতি নিয়ে আলোচনা করেন। সময় রোহিঙ্গা সমস্যা সমাধানে সৌদি আরবের সহযোগিতা কামনা করেন স্পিকার।

স্পিকার বলেন, দুই দেশের সংসদ সদস্যদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে সংসদীয় সম্পর্ক আরো জোরদার করা সম্ভব। দক্ষ কর্মী সৌদি আরবে পাঠাতে বাংলাদেশ যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বলে উল্লেখ করেন স্পিকার। বাংলাদেশ থেকে আরো অধিক সংখ্যক দক্ষ কর্মী সৌদি আরবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে রাষ্ট্রদূতকে অনুরোধ জানান স্পিকার।

সময় মুজিব বর্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সামনে রেখে রাষ্ট্রদূতের মাধ্যমে শুরা কাউন্সিলের চেয়ারম্যানকে আমন্ত্রণ জানান স্পিকার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন