প্রয়াস-২ নগর দুর্যোগ ঝুঁকিহ্রাস প্রকল্প

দুর্যোগ মোকাবেলায় তৈরি করা হচ্ছে নগর স্বেচ্ছাসেবী

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতা-পরবর্তী সময়ে সূচিত উন্নয়নের ধারাবাহিকতায় আশির দশক থেকে দেশে নগরায়ণ প্রক্রিয়া শুরু হয়। দ্রুত নগরায়ণ প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে নগরবাসী অগ্নিকাণ্ড, ভবনধস, জলাবদ্ধতা, রাসায়নিক বিস্ফোরণ ইত্যাদির মতো নিত্যনতুন দুর্যোগের সম্মুখীন হচ্ছে, যা মোকাবেলায় এখনো শহরের মানুষ অভ্যস্ত নয়। কারণে শহরগুলোয় স্থানীয় পর্যায়ে যেকোনো দুর্যোগে প্রাথমিক তাত্ক্ষণিক সাড়া প্রদানে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের পাশাপাশি স্বেচ্ছাসেবকের প্রয়োজনীয়তা অনুভূত হয়।

নগরঝুঁকি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে ঝুঁকি মোকাবেলায় সক্ষম করে গড়ে তুলতে সেভ দ্য চিলড্রেন-এর কারিগরি সহায়তায় প্রয়াস- নগর দুর্যোগ ঝুঁকিহ্রাস প্রকল্প বাস্তবায়ন করছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রোগ্রাম-সিপ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন