ডিআইইউর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ভার্চুয়াল মাধ্যমে দুই দিনব্যাপী (২৪-২৫ জানুয়ারি) নানা আয়োজনে উদযাপিত হলো। ২৪ জানুয়ারি  বেলা ৩টায় প্রথম দিনের আয়োজনে অনুভবে এবং অনুভূতিতে আমাদের বিশ্ববিদ্যালয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান . মো. সবুর খান, উপাচার্য অধ্যাপক . এম লুত্ফর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক . এসএম মাহবুব উল হক মজুমদার, একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন প্রফেসর . মোস্তফা কামাল, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর এম সামছুল ইসলাম, মানবিক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এএমএম হামিদুর রহমান, বাণিজ্য উদ্যোক্তা অনুষদের ডিন প্রফেসর . মাসুম ইকবাল, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান প্রমুখ।

এরপর বিকালে আমাদের বিশ্ববিদ্যালয় শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সব ক্লাবের শিক্ষার্থীরা। তারা গান, আবৃত্তি, অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠেন। গতকাল  বেলা ৩টায় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আয়োজনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড ওয়াইড ড্যাফোডিলিয়ান শীর্ষক অনুষ্ঠান এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ড্যাফোডিল অ্যালামনাইসেদিন আর এদিন শীর্ষক অনুষ্ঠান।

২০০২ সালের ২৪ জানুয়ারি ৬৭ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা করা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সংখ্যা এখন ২০ হাজারেরও বেশি। মাত্র ১৯ বছরে বিশ্ববিদ্যালয়টি অর্জন করেছে বিশ্বস্বীকৃত টাইমস হায়ার এডুকেশন, কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং  ইউআই গ্রিন ম্যাট্রিক্স র‌্যাংকিংয়ে মর্যাদাপূর্ণ অবস্থান। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন