স্ত্রীকে শেয়ার উপহার দেবেন এসএস স্টিলের পরিচালক

নিজস্ব প্রতিবেদক

এসএস স্টিল লিমিটেডের অন্যতম পরিচালক জাভেদ অপগেনহাফেন তার হাতে থাকা কোম্পানিটির কোটি ৫৯ লাখ ৪৬ হাজার ৪০০ শেয়ারের মধ্যে কোটি ৬৭ লাখ ৪৬ হাজার ৪০০টি শেয়ার তার স্ত্রী নাবিহা ইয়াসমিনকে উপহার দেবেন। নাবিহা ইয়াসমিন এসএস স্টিলের একজন প্লেসমেন্টহোল্ডার। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুমোদনপত্র পাওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবেন তিনি।

২০১৯ সালের ১৭ জানুয়ারি দেশের দুই স্টক এক্সচেঞ্জে এসএস স্টিলের লেনদেন শুরু হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩০৪ কোটি ২৯ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১৮৮ কোটি ৩১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ৪২ লাখ ৯০ হাজার টাকা। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৭ দশমিক ২৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ২৭ সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৭ দশমিক ৪৪ শতাংশ শেয়ার রয়েছে।

সম্প্রতি চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগের কোম্পানি সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রায় ৭৫ শতাংশ শেয়ার কিনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে এসএস স্টিল লিমিটেডের পরিচালনা পর্ষদ। আর লক্ষ্যে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি। সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজের কারখানার বর্তমানে উৎপাদন সক্ষমতা বার্ষিক কোটি ৬০ লাখ বর্গফুট সিরামিক টাইলস। কোম্পানির প্রায় তিন-চতুর্থাংশ শেয়ার কিনতে হলে এসএস স্টিলকে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজনের মাধ্যমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে। কোম্পানিটি ইজিএমের স্থান, তারিখ সময় পরে জানিয়ে দেবে।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এসএস স্টিলের সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৯ পয়সা (একক) ৩০ সেপ্টেম্বর পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির সম্মিলিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৭ পয়সা, পুনর্মূল্যায়ন ছাড়া যা ১৬ টাকা ৮২ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য উদ্যোক্তা-পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের শতাংশ নগদ সব ধরনের শেয়ারহোল্ডারকে শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে এসএস স্টিল। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে টাকা ৫৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল টাকা ২১ পয়সা। ৩০ জুন প্রতিষ্ঠানটির পুনর্মূল্যায়নসহ এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ৪৮ পয়সা, পুনর্মূল্যায়ন ছাড়া যা ১৪ টাকা ৯৮ পয়সা। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে এসএস স্টিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন