সড়ক দুর্ঘটনায় নিহত ৬

বণিক বার্তা ডেস্ক

ফরিদপুর, দিনাজপুরের হিলি, পঞ্চগড় সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। গতকাল এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর

ফরিদপুর: গতকাল দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার হামেরদী এলাকায় ট্রাকের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতরা হলো সাকিল ফকির (১৫) শাহীন মাতুব্বর (১৪)

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ওমর ফারুক জানায়, বিলদীয়া উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী পুখুরিয়া থেকে মোটরসাইকেলযোগে ভাঙ্গা বাজারে যাচ্ছিল। হামেরদীর মোড়ে এসে মোটরসাইকেলটি ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী মারা যায়।

হিলি: দিনাজপুরের হিলিতে মোটরসাইকেল পার্টস নিয়ে বাড়ি ফেরার পথে পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গতকাল বেলা ২টার দিকে হিলি-বোয়ালদাড় সড়কের নওনাপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন নজরুল ইসলাম (৩৮) সাখাওয়াত হোসেন (২৮) হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেন।

পঞ্চগড়: গতকাল দুপুরে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বিষনি বেওয়া (৭৫) নামে এক নারী নিহত হয়েছেন।

ধামোর ইউপি চেয়ারম্যান কাজি নজরুল ইসলাম দুলাল জানান, বিষনি বেওয়া উপজেলার হাটবাজার ঘুরে ঘুরে ভিক্ষাবৃত্তি করতেন। বেলা দেড়টার দিকে তার ছেলের বাড়ির উদ্দেশে যাওয়ার পথে একটি মোটরসাইকেল তাকে ধাক্কায় নিহত হন তিনি।

সাতক্ষীরা: সাতক্ষীরায় বাঁশভর্তি ইঞ্জিন ভ্যান উল্টে রাস্তার পাশে পুকুরে পড়ে চালক নিহত হয়েছেন। গতকাল বেলা ১টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরবাস্তিয়া সরকারি প্রাইমারি স্কুলের সামনে ঘটনা ঘটে।

নিহত ইঞ্জিন ভ্যানচালকের নাম মো. রুহুল আমিন (৪৫) তিনি উপজেলার সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের মুনুসর আলী সরদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা সদর থানার ওসি মো. আসাদুজ্জামান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন