কাস্টমস দিবসে ‘স্বর্ণমানব-৪’-এর চতুর্থ পর্ব

ফিচার প্রতিবেদক

আজ আন্তর্জাতিক কাস্টমস দিবস। উপলক্ষে চারটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে টেলিছবি স্বর্ণমানব- ভ্যাট গোয়েন্দা, তদন্ত অডিট অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খানের রচনায় টেলিছবিটি নির্মাণ করেছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। এর আগে টেলিছবির তিনটি পর্ব প্রচারিত হয়েছে। আজ প্রচারিত হবে চতুর্থ পর্ব।

স্বর্ণমানব--এর প্লট সাজানো হয়েছে টেকনাফের এক জেলে দম্পতিকে নিয়ে। কীভাবে একজন দরিদ্র জেলে মানিক অভাবের তাড়নায় পারিপার্শ্বিকতার চাপে ইয়াবা পাচারের সঙ্গে যুক্ত হয়। কাজের বিনিময়ে সে যা পায় তাতে সংসারের ভরণপোষণ হয়। মানিককে ব্যবহার করে বড়লোক হয় গডফাদার তার দল। শেষ পরিণতি অনেক করুণ এবং তা বিস্ময় সৃষ্টি করবে বলে সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মইনুল খান।

টেলিছবিতে মানিক চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এর আগের দুটি পর্বেও তাকে দেখা গেছে। এছাড়া আরো অভিনয় করেছেন জাকিয়া বারী মম, রুনা খান, সালাউদ্দিন লাভলু, মনিরা মিঠুসহ অনেকে।

স্বর্ণমানব- চ্যানেল আইতে বিকাল সাড়ে ৫টা, আরটিভিতে বেলা ২টা , এনটিভিতে রাত ১১টা ২৫, বাংলাভিশনে আগামীকাল বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন