মাস্টারের রিমেক স্বত্ব কিনলেন কবির সিংয়ের প্রযোজক

ফিচার ডেস্ক

কবির সিংয়ের সাফল্যের পর নতুন অরিজিনাল চিত্রনাট্যের খোঁজে ছিলেন এর প্রযোজক মুরাদ খেটানি। নেমক হালালের পর খেটানি এবার সাম্প্রতিক তামিল ব্লকবাস্টার মাস্টারের রিমেক স্বত্ব কিনে নিয়েছেন। বিজয় বিজয় সেতুপথি অভিনীত মাস্টার মহামারী-পরবর্তী ভারতীয় সিনেমার বক্সঅফিসে সাড়া ফেলেছে। কভিড-১৯ গাইডলাইন অনুসারে সিনেমা হলের অর্ধেক আসন ফাঁকা রাখার বাধ্যবাধকতার মধ্যেও ছবিটি বক্সঅফিসে বড় অংকের অর্থ উপার্জন করে ফেলেছে।

মাস্টারের হিন্দি রিমেক তৈরির স্বত্ব নিতে অনেক প্রযোজক দৌড়ঝাঁপ শুরু করেন। এক সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানাচ্ছে, মাস্টারের হিন্দি সংস্করণের স্বত্ব নিতে চেষ্টা করেছিলেন করণ জোহরও। বেশ জোরেশোরেই চেষ্টা করছিলেন তিনি। কিন্তু মুরাদ নীরবে দৌড়ে প্রবেশ করে বেশ উচ্চমূল্য দিয়ে স্বত্ব কিনে নেন।

বলা হচ্ছে, মুরাদের সিনে ওয়ান স্টুডিও বেশ চড়া দামে স্বত্ব কিনেছে। আগামী কয়েক বছর মুরাদ বেশ কয়েকটি রিমেক নির্মাণের পরিকল্পনা করছেন। থাড়াম, নেমক হালাল এবং এখন মাস্টার। কোটি রুপির বেশি খরচ করে তিনি মাস্টারের রিমেক স্বত্ব কিনেছেন। এর আগে অর্জুন রেড্ডির (হিন্দিতে কবির সিং) রিমেকের স্বত্ব কিনেছিলেন কোটি রুপি দিয়ে। কিন্তু এবার দৌড়ে করণ জোহরও আছেন জানতে পেরে শুরুতেই বেশি দাম দিয়ে মাস্টার কিনে নেয়ার পরিকল্পনা করেন মুরাদ।

মাস্টারের হিন্দি সংস্করণের চিত্রনাট্য নিয়ে এখন কাজ চলছে। বোঝা যাচ্ছে, যত শিগগির সম্ভব মুরাদ বলিউডের দর্শকদের কাছে মাস্টার পৌঁছে দিতে চাচ্ছেন। চিত্রনাট্যের কাজ শেষ হলেই জানা যাবে অভিনয়শিল্পীদের নাম।

 

সূত্র: বলিউড হাঙ্গামা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন