ইতালিতে টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা

বণিক বার্তা ডেস্ক

ইতালিতে ১০ বছরের এক শিশুর মৃত্যুর জেরে টিকটকে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শর্ট ভিডিও তৈরির সোস্যাল মিডিয়া অ্যাপ টিকটকের ব্ল্যাকআউট চ্যালেঞ্জে অংশ নিতে গিয়ে দুর্ঘটনাবশত ওই শিশুর মৃত্যু হয়। খবর আইমোর ডটকম।

ভুক্তভোগী মেয়েটি টিকটক ভিডিওতে নিজেকে ব্যতিক্রমভাবে উপস্থাপনার জন্য বেল্ট দিয়ে নিজের গলা পেঁচায়। এরপর দুর্ঘটনাবশত শ্বাসরোধ হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়। এরপর হাসপাতালেই তার মৃত্যু হয়। ঘটনার পর ইতালির ডাটা প্রোটেকশন অথরিটি কম বয়সীদের জন্য টিকটক ব্যবহার আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। পাশাপাশি দেশটিতে অপ্রাপ্ত বয়স্কদের টিকটক ব্যবহারের ক্ষেত্রে বয়স প্রমাণের নির্দেশনা জারি করা হয়েছে। সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগের প্লাটফর্মগুলোয় শেয়ারের জন্য ব্যতিক্রমধর্মী ভিডিও বানাতে গিয়ে বিশ্বব্যাপী বেশকিছু দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন