রাজধানীর দুই ফার্নিচার ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে রোকেয়া সরণিতে অবস্থি দুই ফার্নিচার ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগে পৃথক মামলা দায়ের করেছে ভ্যাট গোয়েন্দা অধিদফতর। উভয় ক্ষেত্রে প্রতিষ্ঠান দুটি প্রকৃত বিক্রয়তথ্য গোপন করেছে।  

প্রতিষ্ঠান দুটি হলো জৈনপুর ফার্নিচার ও হোমউড ফার্নিচার।  গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দার একটি দল গত ২৮ ডিসেম্বর আকস্মিক অভিযান চালায়।  এতে সংস্থার সহকারী পরিচালক মাহিদুল ইসলাম এতে নেতৃত্ব দেন বলে জানিয়েছেন ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান।

তদন্তে দেখা গেছে, প্রতিষ্ঠান দুটি সর্বমোট ৬ কোটি ৬৬ লাখ টাকার বিক্রয়-তথ্য গোপন করেছে। এতে ভ্যাট আদায়যোগ্য ৬৮ লাখ ৪৭ হাজার টাকা।  সময়মতো সরকারি কোষাগারে ভ্যাট জমা না দেয়ায় ওই টাকার ওপর মাসভিত্তিক ২ শতাংশ হারে ২৪ লাখ ৭৬ হাজার টাকা সুদ টাকা আদায়যোগ্য।  সে হিসাবে প্রতিষ্ঠান দুটি সর্বমোট ভ্যাট ফাঁকি দিয়েছে ৯৩ লাখ ৪৭ হাজার টাকা।

ভ্যাট আইন অনুসারে ভ্যাট ফাঁকির দায়ে আজ সোমবার প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। চূড়ান্ত বিচারাদেশের জন্য সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটে (ঢাকা পশ্চিম) মামলা দুটি পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন