৩০ জানুয়ারি ৪ ঘণ্টা ব্যাহত হবে ইন্টারনেট সেবা

নিজস্ব প্রতিবেদক

সাবমেরিন ক্যাবলের নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে আগামী ৩০ জানুয়ারি দিবাগত রাতে চার ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা ব্যাহত হবে।  এই সময় ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে ধীরগতির সম্মুখীন হতে পারেন।

আজ সোমবার বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, SEA-ME-WE-5 কনসোর্টিয়ামের সিডিউল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ২টা ভোর ৬টা পর্যন্ত সাবমেরিন ক্যাবলে রক্ষণাবেক্ষণজনিত কাজ করার পরিকল্পনা নেয়া হয়েছে। এই সময়ে SMW-5 সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিট বন্ধ থাকবে। 

তবে, SEA-ME-WE-4 সাবমেরিন ক্যাবল ও আইটিসি অপারেটরগুলোর সার্কিটগুলো চালু থাকবে। 

রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন