তিন উঠে এল বার্সা, বায়ার্নের বড় জয়

ক্রীড়া ডেস্ক

লা লিগায় এলচের বিপক্ষে জয় দিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। এ জয়ের মধ্য দিয়ে শিরোপা লড়াইয়েও ফিরে আসল কাতালান জায়ান্টরা। প্রতিপক্ষের মাঠে বার্সার জয় ২-০ গোলের ব্যবধানে। মৌসুমের শুরু থেকে ধুঁকতে থাকা বার্সা লা লিগায় ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে। নিজেদের সেরাটা দেখাতে না পারলেও জয়ের ধারা ঠিকই অব্যাহত রেখেছে তারা। রবিবার রাতের ম্যাচটি জেতার পর বার্সার পয়েন্ট এখন ১৯ ম্যাচে ৩৭। তবে এখনো শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে আছে রোনাল্ড কোম্যানের দল। এক ম্যাচ কম খেলে অ্যাতলেটিকোর পয়েন্ট ৪৭। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। 

প্রতিপক্ষের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল বার্সা। তবে কাঙ্ক্ষিত গোলটি পেতে বারবার ব্যর্থ হচ্ছিল তারা। শেষ পর্যন্ত ৩৯ মিনিটে গিয়ে ফ্রাংকি ডি জংয়ের গোলে লিড নেয় স্প্যানিশ জায়ান্টরা। তবে এ গোলে ডি জংয়ের কৃতিত্বের চেয়ে এলচে ডিফেন্সের ভুলই ছিল বেশি। ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানেই এগিয়ে ছিল বার্সা। তবে ৮৯ মিনিটে গিয়ে বার্সাকে দ্বিতীয় গোল এনে দেন রিকি পুইগ। এ দুই গোল নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে বার্সা। 

একই রাতে বুন্দেসলিগার ম্যাচে প্রতিপক্ষকে ধসিয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। ৪-০ গোলে জেতা ম্যাচে শালকের বিপক্ষে বায়ার্ন শট নিয়েছে ৩০টি। যার ১৩টিই ছিল লক্ষ্যে। বায়ার্নের এ জয়ে জোড়া গোল করেন টমাস মুলার। অন্য গোল দুটি আসে রবার্ট লেভানদোভস্কি ও ডেভিড আলাবার কাছ থেকে। এ জয়ে ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল বায়ার্ন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন