এফএ কাপ থেকে লিভারপুলকে বিদায় করল ম্যানইউ

ক্রীড়া ডেস্ক

লিভারপুলের দুঃসময় যেন শেষই হচ্ছে না। প্রিমিয়ার লিগে টানা ব্যর্থতার পর এবার এফএ কাপ থেকেও বিদায় নিল তারা। ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ রাউন্ডের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের হার ৩-২ গোলের ব্যবধানে।  এর আগে গত সপ্তাহে অ্যানফিল্ডে মুখোমুখি হয়ে ড্র করেছিল এ দু'দল। 

ঘরের মাঠে এদিন শুরু থেকেই চাপে পড়ে ম্যানইউ। ঘুরে দাঁড়াতে মরিয়া লিভারপুল ম্যাচের লিড নেয় ম্যাচের ১৮ মিনিটে। রবার্তো ফিরমিনোর অ্যাসিস্টে গোল করেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। তবে গোল খেয়ে সম্বিত ফিরে ম্যানইউর। ২৬ মিনিটে ম্যাসন গ্রিনউডের গোলে সমতা ফেরায় তারা। এরপর আক্রমণ প্রতিআক্রমণে জমে উঠে ম্যাচ। তবে বিরতির আগে আর গোল পায়নি কোন পক্ষই। 

বিরতির পর শুরুতেই লিড নেয় ম্যানইউ। লিভারপুল ডিফেন্সের ভুলে ‘রেড ডেভিল’দের এগিয়ে দেন মার্কোস র্যাশফোর্ড। তবে এই লিড মাত্র ১০ মিনিটের জন্য স্থায়ী হয়। ৫৮ মিনিটে ‘অল রেড’দের দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন সালাহ। তবে ৭৮ মিনিটে ফ্রিকিক থেকে দুর্দান্ত এক গোলে ব্যবধান ৩-২ করেন বদলি হিসেবে নামা ব্রুনো ফার্নান্দেজ। এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন