দুই পরিবর্তন নিয়ে আগে ব্যাট করছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং এবং দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং। দুটি ম্যাচেই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে রুখে দেয়ায়, ব্যাটসম্যানরা নিজেদের পরখ কর নেয়ার সুযোগ পাচ্ছিল না। অবশেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাট করার সুযোগ পেল বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠিয়েছে সফরকারীরা। ক্যারীবীয়রা হয়তো আগের আগে ফিল্ডিং করে আগের দুই ম্যাচের ভাগ্য বদলাতে চায়। 

সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় এ ম্যাচে বাংলাদেশ দলে পরিবর্তন অনেকটাই নিশ্চিত ছিল। তবে অনুমেয়ভাবেই ব্যাটিং লাইনে কোন পরিবর্তন আসেনি। দুই পেসার হাসান মাহমুদ ও রুবেল হোসেনকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। এ দুজনের পরিবর্তে দলে এসেছেন পেসার তাসকিন আহমেদ এবং বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। 

একইভাবে দুটি পরিবর্তন নিয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজও। জশোয়া ডি সিলভা এবং আন্দ্রে ম্যাকার্থিকে বিশ্রাম দিয়েছে তারা। এ দুজনের পরিবর্তে দলে এসেছেন জাহমার হ্যামিল্টন ও কেওন হার্ডিং। 

বাংলাদেশ দল : লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। 

ওয়েস্ট ইন্ডিজ দল : সুনীল আমব্রিস, কাইরন ওটেল্লি, জাহমার হ্যামিল্টন, জ্যাসন মোহাম্মদ (অধিনায়ক), কাইল মায়ের্স, এনক্রুমাহ বোনার, রভম্যান পাওয়েল, রায়মন রেইফার, কেয়ন হার্ডিং, আলজারি জোসেফ, আকেল হোসাইন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন