আরো ২০ জনের মৃত্যু, শনাক্ত বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০ জনের। আগের দিন মৃতের সংখ্যা ছিল ২২। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরো ৪৭৩ জন রোগী। মৃতের সংখ্যা কমলেও শনাক্তের সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। এর আগের দিন শনাক্ত হয়েছিল ৪৩৬ জন করোনা রোগী। দেশে কভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার দশমিক ৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৬টি আরটি-পিসিআর ল্যাব, ২৮টি জিন-এক্সপার্ট ল্যাব ৫৬টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ২০০টি ল্যাবে ১৪ হাজার ১৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৫ লাখ ৫৫ হাজার ৫৫৮টি নমুনা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা হাসপাতালে চিকিৎসাধীন আরো ৫১৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছে গত একদিনে। তাতে পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে লাখ ৭৬ হাজার ৪১৩ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ২০ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন  ষাটোর্ধ্ব ১৩ জন। বিভাগওয়ারি হিসাবে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে দুজন খুলনায় একজন। পর্যন্ত মোট মৃতের মধ্যে পুরুষ হাজার ৮০ জন নারী হাজার ৯৪৩ জন।

বাংলাদেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত বছরের মার্চ। গত বছরের জুলাই হাজার ১৯ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা একদিনের সর্বোচ্চ শনাক্ত। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। গত বছরের ৩০ জুন একদিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা একদিনের সর্বোচ্চ মৃত্যু।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩১তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৮তম অবস্থানে। বিশ্বে শনাক্ত কভিড-১৯ রোগীর সংখ্যা এরই মধ্যে কোটি ৮৭ লাখ পেরিয়েছে, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১ লাখ ২১ হাজার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন