আইবিএফবির ওয়েবিনার

২০২০-২১ অর্থবছরের বাজেট নিয়ে নীতিগত সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

২০২০-২১ অর্থবছরের বাজেট নিয়ে নীতিগত সুপারিশ করেছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত ওয়েবিনারের বক্তারা। গত শনিবার ন্যাশনাল বাজেট ২০২১-২২ পলিসি রেকমেন্ডেশন শীর্ষক ওয়েবিনারের আয়োজন করে।

ওয়েবিনারে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর . আতিউর রহমান, সিপিডির সম্মানীয় ফেলো . দেবপ্রিয় ভট্টাচার্য, বিআইডিএসের মহাপরিচালক . খান আহমেদ সাঈদ মুরশিদ, আইবিএফবির লিগ্যাল ইকোনমিস্ট ভাইস প্রেসিডেন্ট এমএস সিদ্দিকী এবং বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আলী হুসেন আকবর আলী আলোচক হিসেবে অংশ নেন।

ওয়েবিনারটিতে এসএমই খাতে বিনিয়োগের ক্ষেত্রে অর্থের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, কয়েক মাস ধরে বিশ্বব্যাপী এসএমই খাতের প্রতিষ্ঠানগুলো আর্থিক বিষয়ে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। ভবিষ্যতে এসএমই খাতের প্রতিষ্ঠানগুলোকে টিকে থাকতে প্রবৃদ্ধি বাড়াতে তাদের অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ পাওয়া জরুরি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইবিএফবির সভাপতি হুমায়ূন রশীদ চৌধুরী, সাবেক সচিব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আইবিএফবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান . মুহাম্মদ আবদুল মাজিদ, আইবিএফবির ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) লুত্ফুন্নিসা সৌদিয়া খান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন