হাকিমপুরে কাউন্সিলর পদে দুই ভাইয়ের লড়াই!

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

আগামী ৩০ জানুয়ারি ব্যালটের মাধ্যমে দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণায় জমে উঠেছে পৌরসভা নির্বাচনের আমেজ। ওই নির্বাচনে বাড়তি উন্মাদনা তৈরি করেছে দুই আপন ভাইয়ের লড়াই। একটি ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়ছেন দুই ভাই।

নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, হাকিমপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে বর্তমান মেয়র জামিল হোসেন চলন্ত পুনরায় আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাবেক মেয়র বিএনপির ধানের শিষ প্রতীক নিয়ে সাখাওয়াত হোসেন শিল্পী, ইসলামী আন্দোলনের হাতপাখা নিয়ে সুরুজ আলী শেখ স্বতন্ত্র হিসেবে নারিকেল গাছ প্রতীক নিয়ে মিশর উদ্দিন সুজন নির্বাচন করছেন। এছাড়া পৌরসভার নয়টি ওয়ার্ডে ৩৭ জন কাউন্সিলর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা সবাই নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ৩০ জানুয়ারি ১২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৬৩১ জন।

হাকিমপুর (হিলি) পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর নং ওয়ার্ডে আপন দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। বড় ভাই জয়নাল আবেদীন জুয়েল ব্রিজ প্রতীক নিয়ে তার ছোট ভাই সোহেল রানা ডালিম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নং ওয়ার্ডের মজনু, রফিকুলসহ বেশ কয়েকজন ভোটার বলেন, আসন্ন নির্বাচনে আমাদের ওয়ার্ডে কাউন্সিলর পদে আপন দুই ভাই দাঁড়িয়েছেন। একই পরিবার থেকে দুই প্রার্থী হওয়ায় আমরা যারা প্রতিবেশী আত্মীয়স্বজন রয়েছি, তারা একরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। প্রার্থী হিসেবে সোহেল জুয়েল দুই ভাই- ভালো, এছাড়া আরো কয়েকজন প্রার্থী দাঁড়িয়েছেন; কিন্তু ভোট কাকে দেব নিয়ে চিন্তার মধ্যে পড়তে হচ্ছে। তারা দুজনই প্রতিদিন বিভিন্ন সময়ে আমাদের কাছে আসছেন, ভোট চাইছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন