গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি

দেশের বাজারে সম্প্রতি গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। এরই মধ্যে ডিভাইসটির প্রাক-ক্রয়াদেশ নেয়া শুরু হয়েছে। স্যামসাংয়ের দাবি, ক্যামেরা সেন্ট্রিক শক্তিশালী পারফরম্যান্সের ডিভাইসটি স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা উন্নত করবে। প্রথমবারের মতো গ্যালাক্সি এস সিরিজে ডিভাইসটিতে এস পেন সমর্থন নিয়ে এসেছে, যা কর্মদক্ষতা সৃজনশীলতাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে। লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা দামের আকর্ষণীয় ডিজাইনের ডিভাইসটির বিভিন্ন ফিচার স্পেসিফিকেশন নিয়ে আজকের আয়োজন

কাঠামো : অ্যালুমিনিয়ামের তৈরি কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৬৫.×৭৫.×. মিলিমিটার

নেটওয়ার্ক সমর্থন : জিএসএম, সিডিএমএ, এইচএসপিএ, ইভিডিও, এলটিই ফাইভজি

সিম : ডুয়াল ন্যানো, ডুয়াল স্ট্যান্ডবাই

ডিসপ্লে : দশমিক ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২এক্স

ডিসপ্লে রেজল্যুশন : ১৪৪০×৩২০০ পিক্সেল

ওএস : অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই .

চিপসেট : ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮

মেমোরি কার্ড : স্লট নেই

র‌্যাম  অভ্যন্তরীণ স্টোরেজ : গিগাবাইট র‌্যামের ডিভাইসটির ১২৮ গিগাবাইট ২৫৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সংস্করণ মিলবে।

রিয়ার ক্যামেরা : ১০৮ মেগাপিক্সেলের প্রো সেন্সরসহ কোয়াড ক্যামেরা সেটআপ। এর মধ্যে ১০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স, ১০ মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে

ফ্রন্ট ক্যামেরা : ৪০ মেগাপিক্সেলের সিঙ্গেল

কানেক্টিভিটি : ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি

সেন্সর : আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট, অ্যাকসেলেরোমিটার, জাইরো, প্রোক্সিমিটি, কম্পাস, ব্যারোমিটার

ব্যাটারি : নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন