নতুন ইলেকট্রিক ওভেন স্থাপন করেছে ফার্মা এইডস

নিজস্ব প্রতিবেদক

কারখানায় নতুন এক সেট ইলেকট্রিক ওভেন স্থাপন সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি ফার্মা এইডস। এজন্য কোম্পানির ৮৫ লাখ টাকা বিনিয়োগ করতে হয়েছে, যা চলতি ২০২০-২১ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে স্থায়ী সম্পদ হিসেবে দেখানো হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা  গেছে।

স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কোম্পানিটি বিনিয়োগকারীদের জানায়, গত বছরের ১০ নভেম্বর নতুন ওভেন কারখানায় এসে পৌঁছে। আর ২৮ ডিসেম্বর এটির স্থাপন কার্যক্রম সম্পন্ন হয়। গত বছরের জুলাইয়ে গ্লাস অ্যাম্পোলস উৎপাদনের জন্য এক সেট নতুন ইলেকট্রিক ওভেন আমদানির সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানিটির পর্ষদ।

৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ফার্মা এইডসের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৮২ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন