বৈশ্বিক ময়দা রফতানিতে প্রবৃদ্ধির পূর্বাভাস

বণিক বার্তা ডেস্ক

প্রতি বছর অক্টোবর ময়দার বৈশ্বিক বিপণন মৌসুম শুরু হয়। চলে পরের বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সেই হিসাবে এখন ময়দার ২০২০-২১ বিপণন মৌসুম চলছে। এবারের মৌসুমে ময়দা রফতানিতে প্রবৃদ্ধির সম্ভাবনা দেখছে ইন্টারন্যাশনাল গ্রেইন কাউন্সিল (আইজিসি) প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০২০-২১ মৌসুমে বিশ্বজুড়ে ময়দা রফতানিতে সাড়ে শতাংশ প্রবৃদ্ধি অর্জন হতে পারে। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম এগ্রিমানি।

আইজিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯-২০ মৌসুমে বিশ্বজুড়ে সব মিলিয়ে কোটি ৪৩ লাখ টন হুইট ইকুইভ্যালেন্ট ময়দা রফতানি হয়েছে। এবারের মৌসুমে ময়দার বৈশ্বিক রফতানি আগের মৌসুমের তুলনায় দশমিক শতাংশ বেড়ে দাঁড়াতে পারে কোটি ৫১ লাখ টনে। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ময়দার বৈশ্বিক রফতানি বাড়তে পারে আট লাখ টন।

এবারের মৌসুমে উজবেকিস্তান, ইরাক, আফগানিস্তান ময়দা আমদানি উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়ে দিতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে আইজিসি। একই সঙ্গে তাজিকিস্তান, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় বাড়তে পারে ময়দা আমদানি। এর প্রভাব পড়তে পারে পণ্যটির বৈশ্বিক রফতানি বাণিজ্যে।

আইজিসি বলছে, ২০২০-২১ মৌসুমে শুধু আফগান আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে ২৫ লাখ টন ময়দা আমদানি করতে পারে। অন্যদিকে একই সময়ে ইরাকে আমদানি হতে পারে ২০ লাখ টন ময়দা। সময় সম্মিলিতভাবে ১২ লাখ টন ময়দা আমদানি করতে পারে ইইউভুক্ত দেশগুলো।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন