আরঅ্যান্ডডির আংশিক একীভূত করছে ওয়ানপ্লাস ও অপো

বণিক বার্তা ডেস্ক

চীনভিত্তিক ডিভাইস নির্মাতা ওয়ানপ্লাস অপো নিজেদের গবেষণা এবং উন্নয়ন (আরঅ্যান্ডডি) কার্যক্রমের আংশিক একীভূত করছে। যৌথভাবে রিসোর্স বাড়ানো এবং ভবিষ্যতে আরো উন্নত মোবাইল প্রযুক্তি সরবরাহে কাজে দেবে উদ্যোগ বলে মনে করা হচ্ছে। খবর পিটিআই।

আরঅ্যান্ডডি কার্যক্রমের আংশিক একীভূতকরণ বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি প্রতিষ্ঠান দুটি। ধারণা করা হচ্ছে, চীনের পাশাপাশি বৈশ্বিক আরঅ্যান্ডডি কার্যক্রমের আংশিক একীভূত করবে প্রতিষ্ঠান দুটি।

ওয়ানপ্লাসের এক -মেইল বিবৃতিতে বলা হয়, যৌথ চেষ্টায় রিসোর্স বাড়ানো এবং উভয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য কিছু আরঅ্যান্ডডি কার্যক্রমের আংশিক একীভূত করার উদ্যোগ নেয়া হয়েছে। এক্ষেত্রে উভয় ডিভাইস ব্র্যান্ড পৃথকভাবে ব্যবসা পরিচালনা করবে এবং নিজ নিজ গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করতে কার্যক্রম চালিয়ে যাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন