শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে মাউশির নির্দেশিকা প্রকাশ

বণিক বার্তা অনলাইন

নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বন্ধ ঘোষণা করা শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খোলার বিষয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছে  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেই সঙ্গে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

‘কভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুকরণ নির্দেশনা’ শীর্ষক ৩৮ পৃষ্ঠার ওই নির্দেশিকায় স্কুল খোলার পরিকল্পনা সবিস্তারে তুলে ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্র শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে। নির্দেশিকা প্রকাশনায় সহায়তা করেছে ইউনিসেফ।

শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করতে চারটি ধাপ অনুসরণের কথা বলা হয়েছে। প্রথম ধাপে নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা জন্য পরিকল্পনা, দ্বিতীয় ধাপে শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুতকরণ, তৃতীয় ধাপে শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদে চালুকরণ ও চতুর্থ ধাপে শিক্ষা কার্যক্রম চলাকালে করোনার বিস্তার রোধে পদক্ষেপগ্রহণ। 

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মীদের নিরাপদে রাখতে এবং কভিড-১৯ এর বিস্তার রোধে নির্দেশিকাটি প্রণয়ণের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে যেসব স্বাস্থ্য ও সুরক্ষা নির্দেশনাসমূহ অনুসরণ করা হয়েছে- 

• শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে সকল শিক্ষার্থী, শিক্ষক, স্টাফ ও সংশ্লিষ্ট সকলের সর্বদা মাস্ক পরিধানের ব্যবস্থা নিশ্চিত করা;
• শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমে নির্দেশিত (৩ ফুট) শারীরিক দূরত্ব বজায় রাখা
• একসাথে অধিক সংখ্যক মানুষের জমায়েতকে নিরুৎসাহিত করা;
• শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময় পর পর নিয়ম মেনে সাবান দিয়ে হাত ধোয়ার/পরিষ্কারের ব্যবস্থা করা;
• হাঁচি-কাশির শিষ্টাচার পালন করা ও উৎসাহিত করা;
• শিক্ষা প্রতিষ্ঠানের মেঝেসহ সকল এলাকা প্রতিদিন নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করা;
• শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পানি, স্যানিটেশন এবং বজ্র্য ব্যবস্থাপনার সুবিধা রাখা এবং পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ রাখার পদ্ধতি অনুসরণ করা;
• শরীরের তাপমাত্রা পরিমাপ করা এবং কেউ অসুস্থ্য বা আক্রান্ত থাকলে/হলে তাৎক্ষণিক ব্যবস্থার পাশাপাশি কন্টাক্ট ট্রেসিং করে অন্যদের সুরক্ষা নিশ্চিত করা; 

পূর্ণাঙ্গ নির্দেশিকাটি দেখতে ক্লিক করুন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন