পিপিপি প্রকল্পে বিনিয়োগে আগ্রহী তুরস্ক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। সম্প্রতি পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতানা আফরোজের সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান। সময় পিপিপি কর্তৃপক্ষ বাংলাদেশে অবস্থিত তুরস্ক দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাত্কালে রাষ্ট্রদূত বলেন, তুরস্কে অনেক কন্ট্রাক্টিং সংস্থা রয়েছে। তারা বিদেশী বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় প্রণোদনা দেয়ার কারণে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী।

সময় সচিব পিপিপি কর্তৃপক্ষের সিইও সুলতানা আফরোজ মিয়ানমারে জাতিগত ধর্মীয় নিপীড়ন থেকে পালিয়ে বাধ্য হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের প্রতি তুর্কি সরকারের উন্নয়ন সহায়তার বিষয়টি স্মরণ করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন