কার্বন নিয়ন্ত্রণে ভূমিকা

১০ কোটি ডলারের পুরস্কার ঘোষণা ইলোন মাস্কের

বণিক বার্তা ডেস্ক

কার্বন নিয়ন্ত্রণে সেরা প্রযুক্তি উদ্ভাবনে পুরস্কারের জন্য ১০ কোটি ডলার দান করেছেন ইলোন মাস্ক। বিশ্বের শীর্ষ ধনী হওয়ার পরপর তিনি অর্থ বরাদ্দ করেন টেসলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। গত বৃহস্পতিবার টুইটারে তিনি ঘোষণা দেন। বিষয়ে আগামী সপ্তাহে বিস্তারিত জানাবেন বলে জানান মাস্ক। খবর ব্লুমবার্গ।

গত বছরজুড়ে চাঙ্গা ব্যবসার ওপর ভর করে বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের তালিকায় শীর্ষে উঠে আসেন টেসলার প্রতিষ্ঠাতা। টেসলায় খুচরা বিনিয়োগকারীদের বিনিয়োগ বৃদ্ধিতে শেয়ারবাজারে ফুলে-ফেঁপে উঠেছে কোম্পানির শেয়ারদর। এতে মাস্কের নিট সম্পদও ছাড়িয়ে গেছে সবাইকে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে দেখা গেছে, দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া উদ্যোক্তার নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২০ হাজার ১৪০ কোটি ডলার। শীর্ষে পৌঁছার পরই ইঙ্গিত দিয়েছেন তার সম্পদের একটা অংশ কীভাবে দাতব্য কাজে ব্যয় করার। অন্য বিলিয়নেয়ারদের তুলনায় দাতব্য কাজে মাস্ক অনেকটা নবীন। আগেও অল্পবিস্তর দান করলেও তা জনসমক্ষে তেমন আলোচিত হয়নি যেমনটা আলোচিত হচ্ছে বিল গেটস ওয়ারেন বাফেটদের বড় অংকের দান। নিজের নামে প্রতিষ্ঠিত মাস্ক ফাউন্ডেশনে এর আগে ২৫ কোটি ৭০ লাখ ডলার দান করেছেন, যা তার বর্তমান নিট সম্পদের মাত্র শূন্য দশমিক শতাংশ।

শীর্ষস্থানে আসার পর নিজের টুইটার অ্যাকাউন্টে পরামর্শ চান কোন কোন খাতে দান করা যায়। এক্ষেত্রে তিনি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের পথ অনুসরণ করেছেন। ২০১৭ সালে অনুসারীদের কাছে এমন পরামর্শ চেয়েছিলেন বেজোস।

কার্বন নিঃসরণ প্রতিরোধ প্রযুক্তি গবেষণায় পুরস্কার ঘোষণার মাধ্যমে দাতব্যকাজের পাশাপাশি নিজের ব্যবসায়িক স্বার্থও সুরক্ষিত হচ্ছে। কারণ জীবাশ্ম জ্বালানির স্থলে বৈদ্যুতিক গাড়ি প্রযুক্তির অগ্রদূত টেসলা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন