অনার ব্র্যান্ডের প্রত্যাবর্তন!

বণিক বার্তা ডেস্ক

চীনভিত্তিক হুয়াওয়ে নিজেদের সাশ্রয়ী স্মার্টফোন ব্যবসা বিভাগ অনার বিক্রি করে দিয়েছে। গত বছর নভেম্বরের তৃতীয় সপ্তাহে বিভাগটি কিনে নেয় স্থানীয় হ্যান্ডসেট সরবরাহকারী প্রতিষ্ঠান ডিজিটাল চায়নার নেতৃত্বাধীন ৪০টি কোম্পানির একটি কনসোর্টিয়াম। যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের কবলে পড়ে অনার ডিভাইস বিভাগের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিক্রি করা হয়েছিল। এবার নতুন প্যারেন্ট প্রতিষ্ঠানের আওতায় প্রথম ডিভাইস ভি৪০ ফাইভজি স্মার্টফোন দিয়ে প্রত্যাবর্তন করেছে অনার। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

অনার ভি৪০ ফাইভজি স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০০০ প্লাস চিপসেট ব্যবহূত হয়েছে। বিভিন্ন নতুন ফিচারের পাশাপাশি ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেলের হাই-এন্ড ক্যামেরা রাখা হয়েছে। অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ম্যাজিক ইউআই . চালিত ডিভাইসটিতে গুগলের সেবা মিলবে কিনা, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

চীনে ভি৪০ ফাইভজির গিগাবাইট র‌্যাম  ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সংস্করণের দাম ধরা হয়েছে হাজার ৫৯৯ চাইনিজ ইউয়ান। অন্যদিকে ডিভাইসটির গিগাবাইট ২৫৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সংস্করণের দাম ধরা হয়েছে হাজার ৯৯৯ ইউয়ান। ডুয়াল পাঞ্চ-হোল ডিজাইনের ডিভাইসটিতে দশমিক ৭২ ইঞ্চি ডিসপ্লে রয়েছে।

বিশ্বের শীর্ষ টেলিকম নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতা হুয়াওয়ে। শুধু তা- নয়; গত বছরের শুরুর দিকে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতার তকমাটিও দখলে নেয় প্রতিষ্ঠানটি। তবে যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের জেরে এর কনজিউমার ব্যবসা বিভাগ তীব্র চাপের মুখে রয়েছে। হুয়াওয়ের প্রবৃদ্ধি অনেকটাই স্থবির হয়ে পড়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে প্রতিষ্ঠানটির নিজস্ব ডিভাইস উৎপাদন কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। যুক্তরাষ্ট্রে কালো তালিকাভুক্ত হওয়ায় প্রয়োজনীয় চিপ প্রযুক্তি সংকটে রয়েছে প্রতিষ্ঠানটি। পরিস্থিতিতে অনেকটা নীরবে বিশ্বের কিছু বাজার থেকে ডিভাইস ব্যবসা গুটিয়ে নিতে শুরু করেছে হুয়াওয়ে। গত বছর অক্টোবরে সাব-ব্র্যান্ড অনার স্মার্টফোন ব্যবসা বিভাগের আংশিক বিক্রির তথ্য প্রকাশ পেয়েছিল। সর্বশেষ গত নভেম্বরে পুরো বিভাগটিই বেচে দেয় প্রতিষ্ঠানটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন