সিরিজ জিততে বাংলাদেশকে করতে হবে ১৪৯ রান

প্রথমবারের মতো টানা দুই ওয়ানডেতে কোনো দলকে ১৫০ রানের নিচে অলআউট করার কৃতিত্ব দেখাল বাংলাদেশ আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানে আটকে দিল তামিম ইকবালের দল এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের দারুণ সুযোগ তৈরি হলো স্বাগতিকদের জিততে টাইগারদের করতে হবে ১৪৯ রান

একই মাঠে বুধবার প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১২২ রানে অলআউট করে ছয় উইকেটের আয়েশী জয় তুলে নেয় বাংলাদেশ আত্মবিশ্বাসী দলটি এবার ক্যারিবীয়দের আটকে দিল ১৪৮ রানে

বাংলাদেশ দলের নিখুঁত বোলিং আক্রমণের কোনো জবাব দিতে পারেনি ক্যারিবীয়রা বিশেষ করে বললে, মেহেদী হাসান মিরাজ অনবদ্য বোলিং করে ২৫ রানে নেন চার উইকেট এছাড়া সাকিব ১০ ওভারে ৩০ রানে দুটি এবং মুস্তাফিজুর রহমান . ওভারে ১৫ রানের খরচায় দুটি উইকেট নেন হাসান মাহমুদ নেন এক উইকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষে পাওয়েল সর্বোচ্চ ৪১ রান করেন

ইনিংস বিরতিতে ব্রডকাস্টারকে মিরাজ বলেন, আমি অনেক খুশি, কারণ প্রথম ম্যাচে প্রত্যাশামাফিক পছন্দের জায়গায় বল ফেলতে পারিনি বলে অখুশি ছিলাম আমি সাকিব ভাইসহ সিনিয়র খেলোয়াড় বোলিং কোচের সঙ্গে কথা বলে কিছু পরামর্শ নিয়েছি আমি দেখলাম, পাওয়েল (রভম্যান) এগিয়ে আসছে তখন উইকেটকিপার, সাকিব ভাইও আমাকে বলল যে, সে সামনে এগিয়ে যাচ্ছে আমার চিন্তা ছিল, কোনোভাবেই ছয় খাওয়া যাবে না

 

 

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন