ভারতে ফাইভজি স্মার্টফোন

চলতি বছর সরবরাহ ৩ কোটি ৮০ লাখে পৌঁছাবে

বণিক বার্তা ডেস্ক

চলতি বছর ভারতে ফাইভজি স্মার্টফোনের সরবরাহ কোটি ৮০ লাখ ইউনিটে পৌঁছে যাবে বলে আশা করছে বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ। সংস্থাটির মতে, একই সময়ে মোট স্মার্টফোন বাজারের ২১ শতাংশই হবে ফাইভজি। গত বছরের তৃতীয় প্রান্তিকে দেশটিতে ফাইভজি স্মার্টফোনের সরবরাহ ১৭ লাখ ইউনিটে দাঁড়িয়েছিল। চতুর্থ প্রান্তিকে এটি ৪০ লাখ ছাড়িয়ে গেছে বলে আশা করা হচ্ছে। খবর ইটি টেলিকম।

কাউন্টারপয়েন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ফাইভজি স্মার্টফোনের সরবরাহ প্রাথমিকভাবে দুটি ব্র্যান্ডের দখলে ছিল। চীনের ওয়ানপ্লাস নর্ড অ্যাপলের আইফোন ১২ সিরিজের মাধ্যমে দেশটিতে ফাইভজি স্মার্টফোনের ব্যাপ্তি হয়েছে। শতভাগ ফাইভজি ফোন নিয়ে আসা ওয়ানপ্লাস একমাত্র স্মার্টফোন বিক্রেতা।

প্রতিবেদনে বলা হয়েছে, ফাইভজি স্মার্টফোনের সরবরাহ ২০২১ সালে গুণেরও বেশি বৃদ্ধি পেয়ে কোটি ৮০ লাখ ইউনিটে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। মূল সরঞ্জাম নির্মাতাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা এবং ফাইভজি স্মার্টফোনের দাম কমে যাওয়ার ফলে বৃদ্ধি পরিচালিত হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফাইভজি চিপসেট অন্তর্ভুক্ত করে ফাইভজি স্মার্টফোনের ব্যবহার বাড়াতে স্মার্টফোনের দাম ২০ হাজার রুপির নিচে নামিয়ে আনতে হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন