চীনের বিষয়ে সতর্ক থাকতে বললেন এফসিসির বিদায়ী চেয়ারম্যান

বণিক বার্তা ডেস্ক

ক্ষমতার পালাবদল ঘটেছে যুক্তরাষ্ট্রে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে এসেছে নতুন প্রশাসন। সদ্যসাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) বিদায়ী চেয়ারম্যান অজিত পাইয়ের মতে, নতুন প্রশাসনকে আগামী চার বছর জাতীয় নিরাপত্তা নিয়ে বড় ধরনের যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, তার মধ্যে রয়েছে সম্ভাব্য চীনা গুপ্তচরবৃত্তি এবং এর কারণে মার্কিন টেলিযোগাযোগ নেটওয়ার্কের ওপর নেমে আসা বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি। খবর রয়টার্স।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাত্কারে পাই বলেন, চীনের বেশকিছু কর্মকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রকে মাথা ঘামাতে হবে। এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে বেইজিংয়ের ক্রমবর্ধমান নজরদারি, অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি যুক্তরাষ্ট্র অথবা বিশ্বের অন্যান্য স্থানের টেলিযোগাযোগ নেটওয়ার্কে চীনের সম্ভাব্য ম্যালওয়্যার প্রবেশ করানো। সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সরঞ্জাম ব্যবহার করা হলে বেশকিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

পাইয়ের ভাষায়, বৈশ্বিক আধিপত্য বিস্তার নিয়ে চীনের কমিউনিস্ট পার্টির খুবই সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তারা নিজেদের সীমানা ছাড়িয়ে অন্য জায়গাতেও আধিপত্য প্রতিষ্ঠা নিজেদের ইচ্ছা চাপিয়ে দেয়ার চেষ্টা করছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন