পাটুরিয়া ফেরিঘাটে মাইক্রোবাস নদীতে, উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস

বণিক বার্তা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫নং ফেরিঘাটে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। এতে বাহনটিতে থাকা ৫ যাত্রীর সবাই অক্ষত থাকলেও তলিয়ে গেছে মাইক্রোবাসটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসটি উদ্ধারে চেষ্টা করছে।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফরিদপুরগামী মাইক্রোবাসটি ৫ নম্বর ঘাটে ফেরিতে উঠতে না পেরে অন্যঘাটে যাওয়ার জন্য পন্টুন থেকে ওপরে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

এসময় মাইক্রোবাসে থাকা চালকসহ আরো চার যাত্রী গাড়ির দরজা খুলে বেরিয়ে আসতে সক্ষম হয়। এদের মধ্যে দুজন আহত হয়েছেন। বাকীরা সুস্থ রয়েছেন। আর মুহূর্তের মধ্যে মাইক্রোবাসটি নদীতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছেন। বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজের কর্মীরাও এরই মধ্যে মাইক্রোবাসটি উদ্ধারে যোগ দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন