আটজনের মৃত্যু সাড়ে আট মাসে সর্বনিম্ন

নিজস্ব প্রতিবেদক

কভিড-১৯- আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আটজনের মৃত্যু হয়েছে। একদিনে মৃতের সংখ্যা সাড়ে আট মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের মে কভিডে আক্রান্ত হয়ে আটজন মারা যান। দেশে কভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৬৫৬ জন। নিয়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে লাখ ২৯ হাজার ৬৮৭ জনে দাঁড়িয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দশমিক ২৬ শতাংশ, পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৮ শতাংশ এবং মৃত্যুর হার দশমিক ৫০ শতাংশ। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে হাজার ৯৫০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬১৭ জন। মৃতদের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন ষাটোর্ধ্ব পাঁচজন। আটজনের মধ্যে ঢাকা বিভাগে সাতজন চট্টগ্রামে একজন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন