পাম অয়েলের ব্যবহার বন্ধের প্রতিবাদ

ইইউতে যৌথ প্রচারণার উদ্যোগ ইন্দোনেশিয়া মালয়েশিয়ার

বণিক বার্তা ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নজুড়ে (ইইউ) জৈব জ্বালানিতে পাম অয়েলের ব্যবহার বন্ধের উদ্যোগ জোরালো হয়ে উঠেছে। পরিস্থিতিতে সম্ভাব্য ক্ষতি এড়াতে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) ইইউর বিরুদ্ধে নালিশ জানিয়েছে মালয়েশিয়া। এবার ইন্দোনেশিয়া মালয়েশিয়া যৌথভাবে ইইউর বাজারে পাম অয়েলবিরোধী উদ্যোগের বিরুদ্ধে প্রচারণা শুরুর পরিকল্পনা হাতে নিয়েছে। খবর স্টার অনলাইন রয়টার্স।

পরিবেশ সচেতনতার কারণে জৈব জ্বালানিতে পাম অয়েলের ব্যবহার বন্ধ করতে আগ্রহী ইইউ। উদ্যোগের পেছনে সবচেয়ে বেশি সরব রয়েছে ফ্রান্স লিথুয়ানিয়া। ইইউর পার্লামেন্টে নিয়ে পাস হয়েছে প্রস্তাব। ইইউর বাজারে পাম অয়েল রফতানি কমলে কিংবা বন্ধ হয়ে গেলে গভীর সংকটে পড়বে ইন্দোনেশিয়া মালয়েশিয়া।

পরিস্থিতিতে ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ন করার অভিযোগ তুলে ইইউর বিরুদ্ধে ডব্লিউটিওতে আইনি প্রতিকার চেয়ে আবেদন করেছে মালয়েশিয়া সরকার। এখন ইন্দোনেশিয়া মালয়েশিয়া যৌথভাবে ইইউর বাজারে পাম অয়েলবিরোধী উদ্যোগের বিরুদ্ধে প্রচারণা শুরুর পরিকল্পনা করেছে।

কাউন্সিল অব পাম অয়েল প্রডিউসিং কান্ট্রিজ জানিয়েছে, প্রচারণা জোরদার করতে ইইউতে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেবে ইন্দোনেশিয়া মালয়েশিয়া।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন