আমরা নতুনভাবে শুরু করবো: অভিষেক ভাষণে বাইডেন

বণিক বার্তা অনলাইন

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন।  ভাইস প্রেসিডেন্টের পদে শপথ নিলেন কমলা হ্যারিস।  এরই মধ্যে বিভিন্ন রাষ্ট্রনায়ক বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন।

আজ বুধবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় ক্যাপিটল ভবন চত্বরে অভিষেক অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করেন তারা। 

অভিষেক ভাষণে বাইডেন বলেন, এটা গণতন্ত্রের দিন।  আমার পূর্বসূরিদের ধন্যবাদ।  আজ আমরা নতুনভাবে শুরু করব। আমরা একত্রে অনেক ভালো কাজ করতে পারি।  আমাদের অনেক ক্ষত মেরামতের প্রয়োজন আছে। অনেক কিছু গড়ার আছে।  আমি চাই আমেরিকাবাসীরা সকলে এগিয়ে আসুক।  আমরা অনেক দূর এগিয়েছে। আরও এগোতে চাই।  বহু মানুষ কাজ হারিয়েছেন, অর্থনীতি ভেঙে পড়েছে।  আমরা আগের ক্ষত ও সম্পর্কগুলো সারিয়ে তুলবো। মনে রাখতে হবে, আমরা এই কাজগুলো কীভাবে সম্পন্ন করবো সেটি দিয়েই আমাদের বিচার করা হবে।

স্ত্রী জিল বাইডেনের উদ্দেশে জো বাইডেন বলেন, আমার এই সফরে তোমার সঙ্গ পাওয়া সত্যিই ভাগ্যের।

অনুষ্ঠানে হাজির আছেন সাবেক কয়েকজন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি।  সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটন অনুভূতি বর্ণনা করতে গিয়ে বলেন, ভাবতে ভালো লাগছে যে আমেরিকার ইতিহাসে আজ এক জন নারী ভাইস প্রেসিডেন্টের পদে শপথ নিতে চলেছেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন।  টুইটারে তিনি লেখেন, আপনাকে অভিনন্দন। এবার আপনার সময়।

বাইডেন ছিলেন ওবামার ভাইস প্রেসিডেন্ট।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন