টুইটারে বিজ্ঞাপন প্রদর্শনে নিষেধাজ্ঞা দিল তুরস্ক

বণিক বার্তা ডেস্ক

মাইক্রোব্লগিং সাইট টুইটারে বিজ্ঞাপন প্রদর্শনে নিষেধাজ্ঞা দিয়েছে তুরস্ক। দেশটির নতুন সোস্যাল মিডিয়া আইনের আওতায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এর আগে লাইভ স্ট্রিমিং অ্যাপ পেরিস্কোপ ছবি শেয়ারিংয়ের প্লাটফর্ম পিন্টারেস্টে একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে তুরস্ক। খবর রয়টার্স।

বিষয়ে তুরস্কের পরিবহন বিষয়ক ডেপুটি মন্ত্রী ওমর ফাতিহ সায়ান বলেন, আমরা নাগরিকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিতে যে কোনো পদক্ষেপ নিতে পারি। আমরা কোনো পরিস্থিতিতেই তুরস্কে ডিজিটাল ফ্যাসিবাদ এবং প্রচলিত নিয়মকে উপেক্ষা করার অনুমতি দেব না।

সম্প্রতি নতুন সোস্যাল মিডিয়া আইন চালু করেছে তুরস্ক। এর আওতায় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্ম থেকে নেতিবাচক কনটেন্ট সরিয়ে ফেলতে পারবে। একই সঙ্গে আইন ভঙ্গকারী ডিজিটাল প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবসা নিতে পারবে তুরস্ক সরকার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন