মুস্তাফিজের আঘাতের পর বৃষ্টির হানা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে ম্যাচের খেলা বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে। তবে বৃষ্টির আগেই বাংলাদেশকে সাফল্য এনে দেন মুস্তাফিজুর রহমান। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইন্ডিজ শিবিরে প্রথম আঘাত হানেন তিনি। তার করা ফুল লেংথ ডেলিভারিটি একটু ভেতরে ঢুকে এমব্রিসের ব্যাটকে ফাঁকি দিয়ে আঘাত হানে প্যাডে। আম্পায়ার আউট দিলেও রিভিউ নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ পর্যন্ত বাঁচতে পারেননি এমব্রিস। ৭ রান করেই ফিরতে হয় তাকে। এর একটু পর বৃষ্টি নামলে খেলা বন্ধ করে দেন আম্পায়ার। ৩ দশমিক ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৫। 

রানের খাতায় ৪ রান করে যোগ করে মাঠে আছেন আন্দ্রে ম্যাকার্থি এবং জশুয়া ডা সিলভা। 

এর আগে ১০ মাসের বেশি সময় পর ফের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামে বাংলাদেশ। দায়িত্ব গ্রহণের পর টস করতে আর মাঠেই নামা হয়নি অধিনায়ক তামিম ইকবালের। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটিকে বাংলাদেশের জন্য নতুন শুরুই বলতে হয়। যেখানে মিরপুরের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। 

এ ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হল পেসার হাসান মাহমুদের। পাশাপাশি নিষেধাজ্ঞা কাটিয়ে ফের আন্তর্জাতিক ম্যাচের জার্সি পরতে যাচ্ছেন সাকিব আল হাসান। তবে দলে ফিরে নিজের পছন্দের পজিশন হারিয়েছেন তিনি। তিন নম্বরে তার পরিবর্তে ব্যাট করবেন নাজমুল হোসাইন শান্ত। সাকিব ব্যাট করবেন চারে। এছাড়া সাত নম্বরে খেলবেন ওপেনিংয়ে অভ্যস্ত সৌম্য সরকার। 

এর আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নিজেদের শক্তিতে মনোযোগ দিয়ে জেতার কথা বলেছিলেন অধিনায়ক তামিম। অপেক্ষাকৃত খর্ব শক্তির উইন্ডিজ দল হলেও, তা নিয়ে ভাবতে চান না তিনি। পাশাপাশি ক্রিকেটে বাংলাদেশি ব্র্যান্ডকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে বিশ্বকাপের দল গড়াতেও মনোযোগ দিচ্ছেন তামিম। 

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন

ওয়েস্ট ইন্ডিজ : সুনিল এমব্রিস, জশোয়া দা সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমাহ বোনের, জেসন মোহাম্মদ (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, কাইল মায়েরস, জাহমার হ্যামিল্টন, রেমন রেইফের, আলজারি জোসেপ, চেমার হোল্ডার

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন