চার বছরে যা করেছি, কেউ তা পারেনি: বিদায়ী ভাষণে ট্রাম্প

বণিক বার্তা অনলাইন

একদিকে চলছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি, আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের বিদায় আয়োজন। স্বভাবসুলভ ঢাক-ঢোল পিটিয়ে বিদায় নেয়ার ইচ্ছা ছিল ট্রাম্পের কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। এরই মধ্যে বিদায়ী ভাষণের ভিডিও প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যমগুলো। ভাষণে ট্রাম্প নিজের এবং নিজের প্রশাসনের প্রশংসা করে বলেছেন, ‘আমাদের প্রশাসন গেল চার বছরে যা করেছে, তা মার্কিন ইতিহাসে আর কোন প্রশাসন করতে পারেনি।’ এমনকি যা করতে এসেছেন তাতো করেছেনই, বরং আরো বেশি কিছু করেছেন বলেও দাবি করেন ট্রাম্প।

চার বছরে নানা আলোচনায় থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো বাইডেনের জয়কে মেনে নেননি। এমনকি মার্কিন ইতিহাসে এই প্রথম উত্তরসূরির শপথ অনুষ্ঠানে থাকছেন না বিদায়ী কোনো প্রেসিডেন্ট। বিদায়ী ভাষণে জো বাইডেনের নাম উচ্চারণ করেননি ট্রাম্প। তার উদ্দেশ্যে কোন নির্দেশনা বা উপদেশ- এমন কিছুও বলেননি ট্রাম্প। তবে বক্তব্যের শেষভাগে নিজের গুণগান করতে গিয়ে এক পর্যায়ে বলেন, ‘আমেরিকাকে আবার বিশ্ববাসী সম্মান করতে শুরু করেছে। দয়া করে এটা নষ্ট করবেন না।’

ট্রাম্প বলেন, ‘আমরা তাই করেছি, যা করতে এসেছিলাম। এবং আরও অনেক কিছু করেছি। কঠিন লড়াই, সবচেয়ে শক্ত যুদ্ধ। কেননা এজন্যই আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন