নতুন শনাক্ত ৭০২ আরো ২০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সময়ের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে আরো ৭০২ জনের। অধিদপ্তরের গতকাল প্রকাশিত এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৫টি আরটি পিসিআর ল্যাব, ২৮টি জিন-এক্সপার্ট ল্যাব ৫৬টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে মোট ১৫ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনা পরীক্ষায় কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে ৭০২ জন। সে হিসেবে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দশমিক ৬৫ শতাংশ। দেশে মহামারীর প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে পর্যন্ত মোট ৩৪ লাখ ৮৫ হাজার ২৫৭টি নমুনা পরীক্ষা করে লাখ ২৯ হাজার ৩১ জনের দেহে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সে হিসেবে মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ১৮ শতাংশ।

অন্যদিকে ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তদের মধ্যে ২০ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মধ্যে পুরুষ নারী যথাক্রমে ১৪ জন। নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল হাজার ৯৪২।

করোনায় মৃতের হার পুরুষদেরই বেশি। অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, মৃতদের মধ্যে পুরুষ হাজার ১৮ জন, নারী হাজার ৯২৪ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার দশমিক ৫০ শতাংশ।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনে প্রথম নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর দুই মাসের মধ্যে শতাধিক দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ কভিড-১৯কে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ অঞ্চলে ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত সারা বিশ্বে মোট সংক্রমণ শনাক্তের সংখ্যা কোটি ৫৭ লাখ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন