পাবিপ্রবি ও জনতা ব্যাংকের মধ্যে গৃহঋণ চুক্তি স্বাক্ষর

পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এবং জনতা ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখার মধ্যে ১০০ কোটি টাকার করপোরেট গৃহঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের ঋণ প্রদানের জন্য উপাচার্যের দপ্তরে গৃহঋণ চুক্তিটি স্বাক্ষরিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম, অর্থ হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. শাহান শাহ এবং ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম বকুল।

সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . এম রোস্তম আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক . মো. আনোয়ার খসরু পারভেজ, জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন জোয়ার্দ্দার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আব্দুল হামিদ নজরুল ইসলাম। সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফারুক হোসেন চৌধুরী, অর্থ হিসাব শাখার উপপরিচালক শামসাদ ফখরুল। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন