বাজারে মিশ্রাবস্থা, সূচক বাড়লেও কমেছে লেনদেন

আইডিআরএর নির্দেশনায় চাঙ্গা বীমা খাত

নিজস্ব প্রতিবেদক

টানা দুই কার্যদিবসে পতনের পর গতকাল সূচকে উত্থান হয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ৩৩ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে দশমিক ১৬ শতাংশ। সূচক বাড়লেও গতকাল দেশের উভয় শেয়ারবাজারে টাকার অংকে লেনদেন কমেছে।

হাজার ৮০২ পয়েন্ট নিয়ে গতকালের লেনদেন শুরু করেছিল ডিএসইএক্স। শেষ পর্যন্ত তা হাজার ৮২১ পয়েন্টে অবস্থান করছিল। অর্থাৎ গতকাল সূচকটি বেড়েছে ১৯ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ। ডিএসইর ব্লু চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ বেড়ে গতকাল লেনদেন শেষে হাজার ২০৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন যা ছিল হাজার ১৯৫ পয়েন্ট। ডিএসইএক্স ডিএস-৩০ সূচক বাড়লেও গতকাল পয়েন্ট হারিয়েছে এক্সচেঞ্জটির শরিয়াহ সূচক ডিএসইএস। প্রায় পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ কমে দিনশেষে হাজার ২৯২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল হাজার ২৯৪ পয়েন্ট।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১০৮টির আর অপরিবর্তিত ছিল ৭০টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে মোট লেনদেনের ১৩ শতাংশ দখলে নিয়ে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে টেলিযোগাযোগ, ব্যাংক, বিদ্যুৎ জ্বালানি এবং বিবিধ খাত। শতাংশ দখলে নিয়ে এরপর যৌথভাবে রয়েছে ওষুধ রসায়ন এবং সাধারণ বীমা খাত। এছাড়া শতাংশ দখলে নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাত।

গতকাল ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল রবি আজিয়াটা লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড বিডি ফাইন্যান্স।

জীবন সাধারণ বীমা কোম্পানিগুলোকে এক মাসের মধ্যে ন্যূনতম পরিশোধিত মূলধন সংরক্ষণ পরিশোধিত মূলধনের ৬০ শতাংশ শেয়ার ধারণের আইন পরিপালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সম্প্রতি নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) খবর প্রকাশের পর বীমা খাতের কোম্পানিগুলোর শেয়ারদর বেড়েছে। গতকাল ডিএসইতে সমাপনী দরের ভিত্তিতে দর বৃদ্ধির তালিকায় শীর্ষ ১০ সিকিউরিটিজের সবগুলোই ছিল বীমা খাতের। এগুলো হলো অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।

এদিকে গতকাল ডিএসইতে দরপতনের তালিকায় শীর্ষ ১০ সিকিউরিটিজ হলো পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, ডেল্টা স্পিনার্স লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, জিল বাংলা সুগার মিলস লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।

দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে গতকাল প্রধান সূচক সিএসসিএক্স দিনের ব্যবধানে প্রায় ১৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ১৯৩ পয়েন্টে অবস্থান করছে, আগের দিন শেষে যা ছিল ১০ হাজার ১৭৭ পয়েন্ট। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৭৮টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৯০টির আর অপরিবর্তিত ছিল ৫৯টির বাজারদর।

সূচক বাড়লেও গতকাল দেশের উভয় স্টক এক্সচেঞ্জেই টাকার অংকে লেনদেন কমেছে। ডিএসইতে গতকাল মোট হাজার ২৯০ কোটি ৯০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল হাজার ৫১৯ কোটি ৫৯ লাখ টাকা। সিএসইতে গতকাল ৮৬ কোটি ৮৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৯৮ কোটি লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন