মীর আকতারের আইপিও লটারির ড্র আগামীকাল

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা মীর আকতার হোসেন লিমিটেডের আইপিও লটারির ড্র আগামীকাল বেলা ১১টায় রাজধানীর গুলশানে অবস্থিত লেকশোর হোটেলের লা ভিটা ব্যাঙ্কোয়েট হলে অনুষ্ঠিত হবে।

গত বছরের ২৪-৩০ ডিসেম্বর মীর আকতারের আইপিওর চাঁদা গ্রহণ চলে। তার আগে - অক্টোবর কোম্পানিটির আইপিও শেয়ারের প্রান্তসীমা মূল্য (কাটঅফ প্রাইস) নির্ধারণের জন্য নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে যোগ্য বিনিয়োগকারীরা প্রান্তসীমা মূল্য নির্ধারণ করেন ৬০ টাকা। পাবলিক ইস্যু রুলস অনুযায়ী, সাধারণ বিনিয়োগকারীরা দরের চেয়ে ১০ শতাংশ কমে অর্থাৎ ৫৪ টাকায় কোম্পানিটির শেয়ার পাবেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৭৩৫তম কমিশন সভায় মীর আকতারের ইলেকট্রনিক বিডিংয়ের অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি আইপিওর মাধ্যমে বাজার থেকে ১২৫ কোটি টাকা মূলধন উত্তোলন করবে। অর্থ দিয়ে কোম্পানিটি সরঞ্জামাদি যন্ত্রপাতি ক্রয়সহ ব্যবসা সম্প্রসারণ, ব্যাংকঋণ পরিশোধ আইপিও প্রক্রিয়ার ব্যয় নির্বাহ করবে।

২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির  নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৩২ পয়সা। আর ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ ৩৪ টাকা ৭১ পয়সা আর পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া ৩৩ টাকা ৬৩ পয়সা।

উল্লেখ্য, গত পাঁচটি আর্থিক বিবরণী অনুযায়ী মীর আকতারের কর-পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে ইপিএস হয়েছে টাকা ২১ পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন