নিজেদের শক্তিকে কাজে লাগাতে মরিয়া তামিম

ক্রীড়া প্রতিবেদক

দায়িত্ব গ্রহণের পর এখনো অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে আন্তর্জাতিক ক্রিকেটে নামা হয়নি তামিম ইকবালের। এর মাঝে ঘরোয়া টুর্নামেন্টে দায়িত্ব পালন কররেও খুব একটা সাফল্য পাননি। পাশাপাশি সমালোচকদের পাখির চোখও সবসময় নিবদ্ধ থাকে তামিমের ওপর। এসবের মাঝে তামিমের অধিনায়কত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাকিব আল হাসানের ফিরে আসা। কিন্তু সেসব চাপ ভুলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাফল্য লাভের জন্য মরিয়া বাংলাদেশ ক্রিকেটের নির্ভরযোগ্য এ ওপেনার। আজ মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দল নিয়ে পরিকল্পনা ও ব্যক্তিগত লক্ষ্যের কথা জানান তামিম। 

দীর্ঘ সময় পর আন্তজার্তিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। অনেকটা নতুন শুরুই বলা যায়। নতুন এই যাত্রায় ক্রিকেটে নিজেদের ব্র্যান্ড সৃষ্টির ওপর গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক তামিম। তিনি বলেন, ‘আমি যেটা তৈরি করতে চাই, সেটা হল বাংলাদেশি ব্র্যান্ড অব ক্রিকেট। আমরা অন্যদের ফলো না করে, নিজেদের যেখানে শক্তি সেখানে মনোযোগ দিতে চাই।’

সাম্প্রতিক সময়ে বেশিরভাগ দলই ম্যাচের আগেরদিন দল ঘোষণা করে, বাংলাদেশ কেন সেই পথে হাঁটছে না জানতে চাইলে তামিম বলেন,  পৃথিবীর অনেক দেশেই দল ঘোষণা করার পর দলটা জানা যায়। তবে আমাদের দেশে আপনাদের মাধ্যমে আমরা দলটা আগেই জেনে যাই (হাসি)। সুতরাং আমি ঘোষণা করি বা না করি তাতে কিছু আসে যায় না। আপনারা কম বেশি সবাই বুঝতে পারেন।’

তুলনামূলকভাবে নতুন দল নিয়ে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এ নিয়ে বাড়তি চাপ বোধ করেন কিনা, তামিমের উত্তর, ‘ওয়েস্ট ইন্ডিজের দল নিয়ে যা বললেন, এটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। যে ওরা কি দল পাঠাবে, কে আসবে বা না আসবে। আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে আমাদের ভাল খেলা। এখন তো সিরিজ গুলো সাধারণ সিরিজ না, যেখানে হারলে সমস্যা নেই। বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’

এই সিরিজ দিয়ে সৌম্য সরকারকে সাত নম্বরে বাজিয়ে দেখার কথা ভাবছে বাংলাদেশ। এ বিষয়ে তামিমের মত জানতে চাইলে তিনি বলেন, ‘আমি নিশ্চিত গতকাল কোচ আপনাদের একটা ইঙ্গিত দিয়েছে। আমি যেটা স্পষ্ট করতে চাই যে এই বার্তাটা ওই ক্রিকেটারকে দেওয়া হয়েছিল ৪ থেকে ৫ মাস আগে। এটা এমন এক জায়গা যেখানে আমরা এখন পর্যন্ত পারফেক্ট কোন একজনকে খুঁজে পাইনি। আপনারা যদি শেষ ৬-৭ বছর দেখেন। এখন যদি কাউকে না পাওয়া যায় তখন কাউকে তৈরি করতে হয়।’

এ সময় সাকিবকে তিন নম্বর পজিশন থেকে চার নম্বরে খেলতে পাঠানোর নিয়েও কথা বলেন তামিম, ‘আমরা যখন ক্যাম্প শুরু করি বার্তাটা তার (সাকিব) প্রতি খুব স্পষ্ট ছিল। আমি ব্যক্তিগতভাবেও তার সাথে কথা বলেছি। এবং এতে তার কোন সমস্যা নেই, সে বুঝেছে। আর এটা তাকে একটু স্বস্তি নিয়ে খেলার সুযোগ দিবে। সে লম্বা সময় পর আসছে। আমরা সবাই জানি সে কত ভাল করেছে তিন নম্বরে। ওর রেকর্ড ওর হয়ে কথা বলবে। আমরা এটা নিয়ে অবগত আছি।’


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন