গুজরাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ফুটপাতে, ১৫ ঘুমন্ত শ্রমিকের মৃত্যু

বণিক বার্তা অনলাইন

ভারতের গুজরাট রাজ্যের সুরাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ সড়কের পাশে ঘুমিয়ে থাকা কিছু শ্রমিককে চাপা দিয়েছে। এ দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এছাড়াও এ দুর্ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে সুরাট থেকে ৬০ কিলোমিটার দূরের কোসাম্বা গ্রামের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। 

সুরাটের পুলিশ সুপার ঊষা রাডা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, বিপরীত দিক থেকে একটি আখের ট্রলি আসছিল। এসময় বাইরের দিকে ঝুলে থাকা আখ ট্রাকের সামনের গ্লাসে আঘাত করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় ট্রাকটি সড়কের পাশের ফুটপাতে উঠে পড়লে সেখানে ঘুমিয়ে থাকা শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। এসময় আহত হন আরো আটজন। তাদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থাতেও মারা যান আরো ৩ শ্রমিক।

ট্রাকটির চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পিটিআই।

এদিকে এ দুর্ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি বলেন, সুরাটে ট্রাক দুর্ঘটনায় নিহতের ঘটনা দুঃখজনক। তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের সুস্থতা কামনা করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন