২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু শনাক্ত বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

নভেল করোনা ভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ চারজন নারী। এদিকে করোনা রোগী শনাক্তের হার ১৭ জানুয়ারির চেয়ে বেড়েছে। ওইদিন মোট শনাক্ত হয়েছিল ৫৬৯ জন। আর গতকাল মোট শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৬৯৭। নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা লাখ ২৮ হাজার ৩২৯।

গতকাল করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে তথ্য জানা গেছে। নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল হাজার ৯২২। মৃতদের মধ্যে পুরুষ হাজার নারী হাজার ৯১৮ জন। মোট মৃতের ৭৫ দশমিক ৭৯ শতাংশ পুরুষ ২৪ দশমিক শূন্য ২১ শতাংশ নারী।

২৪ ঘণ্টায় দেশের ১৯৯টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৮২৯টি নমুনা সংগ্রহ ১২ হাজার ৭০৭টি নমুনা পরীক্ষা করা হয়। নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৪ লাখ ৭০ হাজার ১৬০। নমুনা পরীক্ষার হার দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে তিনজন, রাজশাহীতে একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন একজন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর দুই মাসের মধ্যে শতাধিক দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা কোটি ৫১ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু ছাড়িয়েছে ২০ লাখ।

গত মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ দেশে প্রথম কোনো করোনা রোগীর মৃত্যু হয়। দেশে করোনাভাইরাসের বিস্তার রোধে গত বছরের মার্চে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। ওই বছরের ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে কয়েক ধাপ বাড়ানোর পর চলতি বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ছিল। ছুটি সম্প্রতি ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন