উত্তরা ফাইন্যান্সে বিশেষ নিরীক্ষক নিয়োগের সিদ্ধান্ত বিএসইসির

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের আর্থিক প্রতিবেদন খতিয়ে দেখতে বিশেষ নিরীক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সংস্থাটির সর্বশেষ কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। অবশ্য বিশেষ নিরীক্ষক হিসেবে কোন প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে কমিশন সূত্রে জানা গেছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের তদন্তে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের আর্থিক অনিয়মের বিষয়টি উদ্ঘাটনের পর বিষয়টি কমিশনও খতিয়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করে। তালিকাভুক্ত কোম্পানি হওয়ায় এখানে বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি জড়িত। তাছাড়া গত পাঁচ বছরে বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। তালিকায় সর্বশেষ সংযোজন পিকে হালদার কর্তৃক একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ হাতিয়ে নেয়া। উত্তরা ফাইন্যান্সের মতো প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠানে ধরনের কেলেঙ্কারির কারণে খাতটির প্রতি বিনিয়োগকারীদের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। ফলে পুঁজিবাজারের স্থিতিশীলতার স্বার্থে এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার তাগিদ অনুভব করছে কমিশন। আর কারণেই উত্তরা ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদনসহ আনুষঙ্গিক অন্যান্য তথ্য খতিয়ে দেখার জন্য বিশেষ নিরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ প্রতিবেদনে সম্প্রতি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের বড় ধরনের আর্থিক অনিয়মের ঘটনা উদ্ঘাটিত হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানটির পরিচালকরা বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি থেকে অর্থ বের করে নিয়েছেন। তাছাড়া প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে বাড়ি গাড়ি কেনার জন্য অনুমোদন ছাড়াই ঋণ দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে উত্তরা ফাইন্যান্সের বেশকিছু লেনদেনের নথিপত্র খুঁজে না পাওয়া যায়নি। এরই মধ্যে অনিয়মের কারণে বাংলাদেশ ব্যাংক উত্তরা ফাইন্যান্সের ২০১৯ ২০২০ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন সংশোধনের নির্দেশ দিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন