জনশুমারি ও গৃহগণনা

কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার আহ্বান পরিকল্পনামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জনশুমারি গৃহগণনার কাজে সংশ্লিষ্টদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, কার্যক্রমে যাতে কেউ বাদ না পড়ে। এজন্য সবাইকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে হবে।

মন্ত্রী গতকাল ঢাকার আগারগাঁওয়ে পরিসংখ্যান ব্যুরোর সম্মেলন কক্ষে জনশুমারি গৃহগণনা-২০২১ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন।

এমএ মান্নান বলেন, জনশুমারি গৃহগণনা কার্যক্রম পরিচালনা করতে তথ্য সংগ্রহ কেনাকাটা কোনোটাতেই যেন অনিয়ম কিংবা অর্থের অপচয় না হয়, সেদিকে নজর রাখতে হবে। তিনি বলেন, প্রয়োজনীয় অর্থ ব্যয়ে কার্পণ্য যেমন করা যাবে না, তেমনি অপ্রয়োজনীয় অর্থ ব্যয় বা অনিয়ম করা যাবে না।

মন্ত্রী সময় পরিসংখ্যান ব্যুরোর কাজের প্রশংসা করে বলেন, আগে তথ্যের জন্য মানুষ বিশ্বব্যাংকের কাছে যেত। এখন তথ্যের জন্য বিশ্বব্যাংকই পরিসংখ্যান ব্যুরোর কাছে আসে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন